ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় জালাল মিয়া (৪০) নামের এক সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে। এই ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় দুই ঘন্টা যানযটে সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিল। সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ফল বোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া নিহত হন। সড়কের উপর ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। উল্টে যাওয়া ট্রাকটিতে ফল থাকায় তা সরিতে নিতে সময় লেগেছে। তাই যানযটের সৃষ্টি হয়েছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।