সরাইলে খাদিম গংদের মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 6 September 2025, 70 বার পড়া হয়েছে,

এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে অ্যাড. সোহেল রানা খাদিম গংদের চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানী মুলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শাহজাদাপুর গ্রামের নিরীহ মানুষের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুবুর রহমান খাদিম (সুমন)।

লিখিত বক্তব্য তিনি বলেন, অ্যাড. সোহেল রানা খাদিম গং রা লাঠিয়াল, চাঁদাবাজ, মামলাবাজ ও ভূমিদস্যু হিসাবে পরিচিত। তাদের ভয়ে এলাকার মানুষ কেউ মুখ খুলতে সাহস পায় না। রুমেল ও শিব্বির এর সাথে আমাদের ২/১ জনের কথা কাটাকাটি হলে, পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও অ্যাড. সোহেল রানা সিএনজি এক্সিডেন্টকে মারামারি সাজিয়ে মিথ্যা মামলা করেন।

এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যাপক হীরালাল ভৌমিক, ধীরেন্দ্র লাল ভৌমিক, হারাধন বাবুসহ অনেকের জমি দখল করে রেখেছে। অনেকের নামে মিথ্যা মামলা করেছে। তারা বিভিন্ন সময়ে হুমকির অডিও সাংবাদিকদের শোনান। সাংবাদিক সম্মেলনে চাঁদাবাজি, ভূমি দখল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় কামরুজ্জামান দানু, হীরালাল ভৌমিক, ধীবেন্দ্র লাল ভৌমিক, মনিরুল ইসলাম, হারাধন বাবু, সেলিম মিয়া খাদিম, আবুল কায়েছ, আনিছ মিয়া খাদিম, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান সুমন, মফিজুর রহমান, সেলিম মিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।