পুতুলদের প্রেজেন্ট করতে এবার জাপান যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জিয়া আমিন

ব্রাহ্মণবাড়িয়া, 31 July 2025, 104 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের কৃষ্টি-কালচার ও লোক সংস্কৃতি এবং বিশ্বব্যাপী সমাদৃত হওয়া  ব্রাহ্মণবাড়িয়ার ব্যতিক্রমধর্মী পুতুল নাচকে বিশ্বমঞ্চে আরও বেশি চিনিয়ে দিতে এবং পরিচিতি করিয়ে দিতে জাপানের বসবাসরত এবং কালচারাল অ্যাক্টিভিটিস এ জড়িত হালিম খান নামের এক ভদ্র লোক এবং সেখানকার সংস্কৃতিপ্রেমী বাঙ্গালীদের আমন্ত্রনে পারফরম্যান্স করতে ব্রাহ্মণবাড়িয়ার মানব পুতুলদের নিয়ে এবার ১৫ দিনের এক সফরে জাপান  যাচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের নাচের পরিচালক,সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের নাচের প্রশিক্ষক,এবং সূর্যমুখী কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক মোঃ আল সাইফুল আমিন (জিয়া আমিন)। জিয়া আমিনের চিন্তা,ভাবনায়,বিচক্ষন প্রশিক্ষন ও পরিচালনায় সূর্যমুখী কিন্ডারগার্ডেনের  ছাত্রীরা ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের একটি জনপ্রিয় গান “এই যে দুনিয়া কিসের য় লাগিয়া”র সাথে ব্যতিক্রমধর্মী এক পুতুল নাচ পরিবেশন করে সারা দুনিয়াব্যাপী ভাইরাল হয়ে রিতিমত  হৈচৈ ফেলে দিয়েছিলেন। আর ঠিক তখন থেকেই নৃত্যের প্রশিক্ষক ও নাচের মানুষ হিসেবে নতুন করে আলোচনায় আসেন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা মৌবাগের কৃতিসন্তান জিয়া আমিন। বলা যায় ভাইরাল হয়ে আলোচনা আসার ফল সরুপই এবার নাচের ছাত্রী (পুতুলদের নিয়ে) জিয়া আমিনসহ (৯)নয় সদস্যের একটি পুরো টিম আমন্ত্রিত হয়ে জাপানে যাচ্ছেন। জাপানের উদ্যেশ্যে প্রস্তুতি নেওয়া পুরো টিমে রয়েছেন, মোঃ আল সাইফুল আমিন (জিয়া আমিন),আরাধ্যা দেবনাথ,মম দেবনাথ, প্রিয়াংশি সাহা ঘুড়িয়া,চন্দ্রিমা বনিক,লিপি দেবনাথ,মিতালী রানী দেবী, প্রিয়াংকা সাহা ও ওয়াহিদুল আমিন। আগামী আগস্ট মাসের পাঁচ তারিখ রাত ২ টা ১০ মিনিটে তিনিসহ তার টিম জাপানের উদ্যেশ্যে ফ্লাই করে জাপানের মাটিতে বিভিন্ন কালচারাল  ইভেন্টে ১৫ দিনে ১৫ টি প্রোগ্রামে পারফরম্যান্স করে আবার আগামী ১৯ আগস্ট দেশে ফিরে আসার কথা রয়েছে। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডারগার্টেন এর আঙিনায় প্রশিক্ষনের এক ফাঁকে জিয়া আমিনের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানান, আমার নাচের ভাইরাল মানব পুতুলরা খুবই পরিশ্রমী। জাপানে যাওয়ার এবং সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রস্তুতি হিসেবে তারা প্রায় গত দুই মাস যাবত গার্ডিয়ান সহ রাতে দিনে প্রশিক্ষণ করতে গিয়ে প্রচুর পরিশ্রম করেছে । আমরা আমাদের দেশের নিজস্ব কালচার ও সংস্কৃতি কে বিশ্ব দরবারে তুলে ধরার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকেও তুলে ধরতে চাই। তিনি এ ব্যাপারে সকলের দোয়া কামনা করেন। এ ব্যাপারে কথা বললে সূর্যমুখী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সালমা বেগম বলেন, জিয়া আমিনসহ আমার ছাত্রী (পুতুল )দের জাপান সফরে আমি খুবই আনন্দিত ও উচ্ছাসিত। আমি কখনও ভাবিনি বা কল্পনা করিনি তারা এত অল্প বয়সে এইভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে। জিয়া আমিন খুবই ভালো মনের একটা মানুষ। সে তার ছাত্রীদের প্রতি খুব কেয়ারফুলী। তারা দেশকে সবার সামনে প্রেজেন্ট করবে। এটা আমাদের দেশ,ব্রাহ্মণবাড়িয়া ও  স্কুলের জন্য গৌরবের। তিনি তাদের এই সফরের জন্য সকলের দোয়া কামনা করেন।