
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : নবজাতক সন্তানকে দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেলো বাবার। রোববার (৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। নিহতের নাম সজিবুল ইসলাম (২৩)। তিনি পার্শ্ববর্তী জেলা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের অধিবাসী। সজিবুল ইসলাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি পেশায় দমকল বাহিনীর একজন কর্মী। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। কুটি দমকল বাহিনীর লিডার মোহাম্মদ খালেদ বিষয়টি নিশ্চিত করেন।
কসবা দমকল অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সজিবুল ইসলাম একজন দমকল বাহিনীর কর্মী হিসেবে। চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন। তিনি বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ায়। গত ৫ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতক সন্তানকে দেখে রোববার সকালে মোটরসাইকেল চালিয়ে নিজগ্রাম ব্রাহ্মণপাড়ার কান্দুঘরে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতমুখী বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজিবের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সজিব দূরে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বলেন, সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ট্রাকের ধাক্কায় সজিবুল ইসলাম নামে একজন দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।