এ সময় বক্তব্য রাখেন মোছাম্মত সেলিনা খাতুন, জায়েদা বেগম, শামীমা বেগম, কিরণ বেগম প্রমূখ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ ও ২০২১ সালে স্থানীয় ক্ষমতাসীন দলের সাথে হেফাজতের সহিংসতার ঘটনায় ৫৭টি মামলা রজু হয়। মামলায় নির্দিষ্ট সময়মত চার্জশীট দেয়ার আইনী বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘ দিনেও অনেক মামলার চার্জশীট দেয়া হয়নি। চার্জশীট না দিয়ে অনেককেই বিনা বিচারের আটক রেখেছে। তারা আরো বলেন, একটি মামলায় জামিন হওয়ার সাথে সাথে অন্যায়ভাবে জেলগেটেই আরেকটি মামলায় শ্যেন এরেস্ট দেখিয়ে মাসের পর মাস তাদের জেল হাজতে আটকে রাখা হচ্ছে। এতে আটককৃত পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবন যাপন করছে। এ সময় তারা দুর্বিষহ অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং ভিডিও ফুটেজ দেখে প্রকৃত হামলাকারীদের সনাক্ত করে এবং নিরীহ ব্যক্তিদের মুক্তির দাবী জানিয়ে প্রশাসনের দাবী জানান।
এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযুক্তদের অভিযোগ গুলো তদন্তের পর মন্তব্য করা যাবে। বিষয় আমরা তদন্ত করবো। -(সরোদ)