নব-নির্বাচিত কসবা পৌরসভার মেয়র এর দায়িত্বভার গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া, 25 November 2021, 521 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি : কসবায় আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কসবা পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. গোলাম হাক্কানী দায়িত্বভার গ্রহণ করেছেন। সকাল সাড়ে ১০টায় কসবা পৌরসভা কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে কসবা পৌরসভা কার্যালয়ে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নব-নির্বাচিত মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দের জন্য এক বরণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কসবা পৌর সভার সচিব আয়েশা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া।

তারেক মাহমুদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. মোশাররফ হোসেন ইকবাল, কসবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা টি. আলী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কসবা মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মো. তসলিম মিয়া, গোপীনাথপুর আলহাজ¦ শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ভূইয়া প্রমূখ।

এছাড়াও কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরণ অনুষ্ঠানের পূর্বে সকাল ১০টায় কসবা উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নর্ব নির্বাচিত মেয়র এম জি হাক্কানী ও নর্ব নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য গত ২ নভেম্বর কসবা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়র পদে মো. গোলাম হাক্কানী ব্যতীত আর কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র নির্বাচিত হন। গত ২৩ নভেম্বর চট্টগ্রাম বিভাগীর কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এর নিকট কসবা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহণ করেন।