কসবার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 14 January 2026, 65 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে  ৬০ বিজিবি। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী পুঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – মো. সাইদুর রহমান (২৪) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে, তার ভাই শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) ও একই জেলার কোতোয়ালী উপজেলার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহারিয়ার নাজিম জয় (১৯)।
বুধবার সকালে  বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে  একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী খাদলা বিওপির সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য লাইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শূন্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া এলাকা দিয়ে ভারতে পলানোর সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩) হত্যা মামলার আসামি। গ্রেফতারকৃতদের বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।