সাবেক প্রতিমন্ত্রী তাজুলের পর ভাগ্নেও একই মামলায় ৮ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া, 24 August 2024, 17 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রদল নেতা হত্যা মামলায় তাকে আট দিনের রিমান্ডে আনা হয়েছে।

কাজী জাদিদ আল রহমান ওরফে জনি চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামের ভাগ্নে। গত দুদিন আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছে তাজুল ইসলামকে। তাকে নয় দিনের রিমান্ডে আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ কাজী জাদিদ আল রহমানকে আটক করে। পরে তাদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদেকুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাদিপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খোকন জানান, ২০২২ সালে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডে জনি চেয়ারম্যান জড়িত। তখন আদালতে একটি মামলা দায়ের করলেও তা গ্রহণ করা হয়নি।