সুহিলপুরে পারুলিয়া পাড়া ক্রিকেট টুর্ণামেন্টের ইয়াং স্টার বনাম টপটেন টেইলার্স এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 6 January 2023, 135 বার পড়া হয়েছে,
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সুহিলপুর  পারুলিয়া পাড়া  ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় টপটেন টেইলার্স ২০  রানের ব্যবধানে  ইয়াং স্টার   ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে নির্ধারিত ৯ ওভারের খেলায় টসে জিতে  টপ টেন টেইলার্স ৯ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেন। জবাবে ইয়াং স্টার ক্লাব ৯ ওভার খেলে ১০৩ রানে সবক’টি উইকেট হারায়।
 বিজয় হয়েছেন পারুলিয়া পাড়া টপটেন টেইলার্স, খেলায় ম্যান অব দ্যা ফাইনাল,  সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট ৩ টি ক্যাটাগরিতে নির্বাচিত হন জিয়াউর রহমান।
আহমদ আলী অবঃ ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ সভাপতিত্বে খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি সুহিলপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির খান দুলাল  সভাপতি সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আবদুল হক সাবেক চেয়ারম্যান বুধল ইউনিয়ন, শফিকুল ইসলাম শফিক সহ সভাপতি সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ, সাংবাদিক এহসানুল হক রিপন, মাহিন খন্দকার আহবায়ক সুহিলপুর ইউনিয়ন যুবলীগ,মিন্টু রজন দত্ত তথ্য  বিষয়ক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ,মোঃ ইসহাক মিয়া সাবেক সহ  সম্পাদক বাংলাদেশ ছাত্ররীগ ঢাকা বিশ্ববিদ্যালয়শাখা,  সেলিম মোল্লা সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগ, কামরুল ইসলাম মেম্বার ২ নং ওয়ার্ড, ফারুক মেম্বার ৪ ওয়ার্ড, সুমন সিদ্দিকী সদস্য সদর উপজেলা যুবলীগ, মনির ভুঁইয়া যুবলীগ নেতা, প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কার্যকারী সদস্য খোকন, কাজল, আরমান,  রাকিব,  রাহিম সজিব, নাসির, শাহাবুদ্দিন। খেলা পরিচালনা করেন আক্তার হোসেন, জুয়েল,সেলিম, দুলাল মিয়া।  পারুলিয়া পাড়া ক্রিকেট টুর্নামেন্টের ২০২২ – ২০২৩ইং ৬ টি দল নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হয়।
ফাইনাল খেলার ধারাভাষ্যকার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন।