সরাইলে লরির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 17 October 2022, 101 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. কামাল মিয়া (৪৮) নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ডে পৌঁছে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অতিক্রম করছিল। হঠাৎ তার পেছন দিক থেকে আসা সিলেটগামী একটি লরির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি জব্দ করা হলেও লরিচালক পালিয়ে যায়।