জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

সারাদেশ, 4 July 2022, 119 বার পড়া হয়েছে,

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম কাজী আনিস (৫০)। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পানতি গ্রামের বাসিন্দা।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি জানান, ‘নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তিকে  শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। ’

ওই ব্যক্তির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মো. আলী নামের এক ব্যক্তি জানান, কাজী আনিস গত ২ মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন।

আজ হঠাৎ প্রেসক্লাবের সামনে এসে নিজের শরীরে আগুন দেন।