ব্রাহ্মণবাড়িয়া কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2024, 7 বার পড়া হয়েছে,

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনুমানিক ৪.৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চশমা ৬,৮৮০ পিছ, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ী ১৩৭ পিছ, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ৯৩৬ পিছ, ভারতীয় Kaveri মেহেদী ৪,৩২০ পিছ, ভারতীয় Mond সিগারেট ৯,৬০০ পিছ এবং American Cau Chocolate ১,৪৮০ পিস আটক করতে সক্ষম হয়।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,০৩,৫৪,৮০০ টাকা। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।