আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার ক্ষতিসাধন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2023, 34 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের  রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর)  দুপুরে উপজেলার আউলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন।
জানা গেছে,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে এরই মধ্যে উপজেলার আউলিয়াবাজার এলাকায় নৌকা প্রতীকের ঝুলন্ত পোস্টার কাঁচি মার্কার সমর্থকের একটি পিকআপ গাড়ি থেকে ক্ষতিসাধন করার অপরাধে সংশ্লিষ্ট গাড়ির কাঁচি মার্কার সমর্থককে ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ভবিষ্যতে আচরণবিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান।
বিজয়নগর থানার  অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলাম সহ পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।