শেখ রাজেন,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম এহামাদ। রোববার (৩০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম এহামাদের উদ্যোগে রওজাতুল দারূল উলুম মাদ্রাসায় দোয়া, মোনাজাত এবং দুপুরে খাবার বিতরণের আয়োজন করা হয়।
এ সময় মোঃ ইকরাম এহামাদ বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির মধ্যেও দেশ ও মানুষের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই। তার হাত ধরেই ফিরে এসেছে বাংলাদেশ ছাত্রলীগের পুরোনো ঐতিহ্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করি।
এইসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী মিশু,উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানভীর রহমান ফাহিম,ব্রাহ্মণবাড়িয়া পৌড় ছাত্রলীগ নেতা, ইব্রাহিম, সিমান্ত,রোহান প্রমোখ।
উল্লেখ্য, আল-নাহিয়ান খান জয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। জয় মুক্তিযোদ্ধা আবদুল আলীম খানের ছেলে। বরিশাল জিলা স্কুলে পড়াশোনার সময়কাল থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত।
বরিশাল থেকে এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই রাজনীতিতে পুরোপুরি সম্পৃক্ত হয়ে পড়েন তিনি। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক জয় পরে হল কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি। পরে ২০২০ সালের ৪ জানুয়ারি ভারমুক্ত হয়ে সভাপতির দায়িত্ব পান আল নাহিয়ান খান জয়।