শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার সকালে বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিননগর ফিসারীজ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা।
কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক ব্যক্তির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ সামগ্রী বিতরণ এবং
চোখের ছানি অপারেশনের যোগ্য রোগীদের নামমাত্র মূল্য পরিশোধে চিকিৎসা সেবার সুব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক সভাপতি মোঃ সোলেমান খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশীদ ঢালী, দৈনিক প্রথম আলো কসবা-আখাউড়া-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, কায়েমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মনির হোসেন, কুটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, কসবা পশ্চিম ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ জহিরুল ইসলাম, কসবা পশ্চিম ইউনিয়নের সাবেক মেম্বার কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মতিন ভূইয়া, মোঃ আইয়ুব সরকার প্রমুখ।
সালেহ আহম্মদ সোহেলের সঞ্চালনায় ও বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান ভূইয়া, রোশন মিয়া, হুমায়ুন কবির, আক্তার হোসেন, প্রবাসী মোঃ দিন ইসলাম, বিজিবি ল্যান্স নায়েক মোঃ মহসিন মিয়া, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলেমান সরকার, মাহফুজুর রহমান মোমেন, যশোর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারি ফয়সাল আহম্মেদ ভূইয়া, পল্লী চিকিৎসক আলী আকবর, আলমগীর ভূইয়া প্রমুখ।
জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক-সংগঠক বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ এমদাদুল হক সোহাগ ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু শিবির কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়। উপস্থিত সেবা গ্রহণকারীগণ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।