এস এম শাহনূরের কবিতা- ধিক্

সাহিত্য, 14 June 2022, 245 বার পড়া হয়েছে,

নিজেকে সম্মানিত ভাবা আপনারে অপমান
সম্মানের অধিপতি হাসে বসি ঐ আসমান।
বাহুবল কৌশলের বিজয় বিবেকের পরাজয়
বিশ্ব নাট্যমঞ্চে চলছে এক অভিনব অভিনয়।
কোন হাসিটি কষ্টের ধারা কোন কান্নাটি সুখে
রোদে শুকনো পদ্মের মতো উঠে ফোটে মুখে।
মুখোশ পরা সমাজপতি কভু হয়না মুখোমুখি
বিত্ত বৈভবের অহংকারে দেখেনা দুখীর মুখি।
তাওরাত যবুর ইঞ্জিন পুরান চুমিছ দিবানিশি
ত্রিপিটক গীতা বেদ হাদিস বৃথা গেলরে চষি।
নরাধম, পথের মাঝে পথ ভোলা এক পথিক
পুণ্যের কৌটা শূন্য তোর শাপের ডালা অধিক।
কুরানিক জ্ঞান বিবর্জিত পাপাত্মা ভাবে ঠিক
মহা জ্ঞানী বড়ো ধনী তোমায় সহস্রাধিক ধিক্।