ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়া, 2 October 2025, 29 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের আল হেলাল (ক্বারি) হোটেলের পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহবায়ক মাওলানা মোঃ আল-আমিন।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন এবং বিশেষ বক্তা ছিলেন সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি)। সভা সঞ্চালনা করেন জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা মোঃ শাকির আলম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা ওলামাদল হাফেজ মাওলানা মোঃ শরীফউদ্দিন, যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা সারুয়ার কাইসার টিপু, সরাইল উপজেলা ওলামাদল সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ অলিউল্লাহ, বিজয়নগর উপজেলা ওলামাদল সদস্য সচিব মাওলানা মোঃ নিজামউদ্দিন, জিয়া মঞ্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, তাঁতি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ), ভোলা মাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য মাওলানা সাঈদ আহমেদ প্রমূখ।

এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় যে, মাওলানা মোঃ আনোয়ার হোসেনকে আহবায়ক ও মাওলানা জুবাইর আহমেদকে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।