ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ থেকে ১৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ২:৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আরিফুল ইসলাম রনি (২৬), পিতা- মোস্তফা কামাল, আমতলী, বীরগাঁও ইউপি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।