ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 17 December 2024, 7 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : আজ মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পরাধীনতার হাত থেকে মুক্ত হয়েছিল। হানাদার বাহিনীকে পরাজয় করে বাংলার দামাল ছেলেরা তাদের শোষণ নিপীড়ন থেকে মুক্ত করেছিল এই দিনে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় উদযাপন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুফতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন; উপাধ্যাক্ষ ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, হযরত মাওলানা মুছলেহ উদ্দিন সাঈদী, হযরত মাওলানা ড. ওসমান গনি, মো. হাসান মোরশেদ, প্রভাষক আলাউদ্দিন ভূঁইয়া, আশরাফ উদ্দিন, বাকীবিল্লাহ ও অন্যান্য সুধীবৃন্দ আলোচনায় বক্তব্য রাখেন। সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সবশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম।