ব্রাহ্মণবাড়িয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 2 January 2024, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের আয়োজনে আজ সোমবার সকালে নিয়াজ মোহাম্মদ স্কুল হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারি রিটার্নিং অফিসার মো: সেলিম শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসাইন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসাইন। এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। আমরা নির্বাচন কমিশনের অধিনে থেকে সে কাজে সহযোগিতা করব। যদি কেউ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।