জাতির পিতা বঙ্গবন্ধু এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 16 August 2022, 140 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনতার খবর ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার আয়োজনে, আবদুল মতিন শিপন এর সঞ্চালনায়, দৈনিক মুক্তির লড়াই এর ব্যুরো প্রধান জাকারিয়া জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। দৈনিক মুক্তির লড়াই এর জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খোকন এবং জনতার খবর এর সামাজিক বার্তা প্রেরক কোহিনূর আক্তার প্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুল সালাম নাগরিক কমিটির সহ-সভাপতি আব্দুল রউফ, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াস্হ সমিতির সভাপতি এড হুমায়ুন কবির, রয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, প্রেস ক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক মুজিবুল রহমান, পিচ ভিশন বাংলাদেশ এর সভাপতি শেখ জাহাঙ্গীর, পিচ ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খাঁন, জনতার খবর এর বার্তা সম্পাদক আদিত্ব্য কামাল, প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৫ আগস্টের সকল শহিদগনের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন বাহারী। শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরন করা হয়।