ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ইয়াবাসহ জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 13 June 2022, 342 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার অস্ত্র ও মাদক ব্যবসায়ী, ১৫টি হত্যা ও মাদক মামলার আসামি মো. জুয়েল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। পরে তার কাছ থেকে বিদেশি রিভলবার, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মরহুম আবুল বাশারের ছেলে।

রোববার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার গ্রামের বাড়ি থেকে একটি বিদেশি রিভালবার, ২ রাউন্ড গুলি এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- জুয়েল অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় অবস্থান করে অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় ১৫টি হত্যা ও মাদক মামলা রয়েছে। সে ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।