ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ বোতল ফেন্সিডিলসহ সাদেক মিয়া ( ২৯) ও মালা বেগম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেন্সডিল উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খাটিহাতা হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম এর দিক নির্দেশনায় এসআই আরিফুল আলম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাটিহাতা হাইওয়ে থানাধীন সরাইল উপজেলার কুট্টাপাড়া ব্র্যাক অফিসে সামনে ঢাকা সিলেট মহাসড়কে উপরে ঢাকা মেট্রো-ব ১৪-৩২৮১ মর্ডান যাত্রীবাহী বাসে অভিযান চালায়।এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত জরু মিয়া ছেলে সাদেক মিয়া ও তার স্ত্রী মালা বেগম।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, মাদক বিরুধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।