নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না লক্ষ্য হচ্ছে নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি – জেলা প্রশাসক 

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2025, 25 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : নতুন করে কারো অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এসেছে বলে তিনি জানান।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে, এট এনি কস্ট। এ ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না।’
জেলায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের আলোচনার প্রেক্ষিতে তিনি বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন ও আইন-শৃঙ্খলা। এ দুটি বিষয়কে আমরা গুরুত্ব দেব।
জেলায় তিন সীমান্ত ৩টি উপজেলা আছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে কথা বলব। কিভাবে কি করা যায় এসব নিয়ে আলোচনা করব।’ এ সময় জেলা প্রশাসক চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন।
জেলা সদর হাসপাতালে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক নিয়েও সমস্যা আছে। নতুন যোগদানের পর দুই বছর একই স্থানে থাকার বিষয়টিও অকার্যকর। যে কারণে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না।’
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া, সাংবাদিক মোহাম্মদ আরজু, খ. আ. ম রশিদুল ইসলাম, মঞ্জুরুল আলম, ইব্রাহিম খান সাদাত, পিযূষ কান্তি আচার্য, দীপক চৌধুরী বাপ্পী, আল-আমীন শাহীন, সৈয়দ মো. আকরাম, নিয়াজ মুহাম্মদ খান বিটু, শিহাব উদ্দিন বিপু, মো. শাহজাদা, সেলিম পারভেজ, উজ্জল চক্রবর্তী, মুজিবুর রহমান, বিশ্বজিৎ পাল বাবু, মো. শাহাদাৎ হোসেন, শফিকুল ইসলাম, ফজলে রাব্বি প্রমুখ।