আইনমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ভিপি নুরের বিরুদ্ধে কসবা-আখাউড়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 2 July 2022, 239 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া, বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় বিক্ষোভ হয়েছে। এ সময় তার কুশপুত্তলিকা দাহ ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়।

আজ শনিবার বিকেলে মিছিলটি কসবা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কসবা পুরাতন বাজারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগ্ম আহবায়ক কাজী মো. মানিকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ প্রমুখ।

এছাড়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আরেকটি মিছিল মসজিদপাড়ার দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক ও রেলওয়ে স্টেশন চত্ত্বর ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা ভুঁইয়া বাদল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবউদ্দিন বেগ শাপলু, আখাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আবুবক্কর সিদ্দিকী আজমাইন প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ভিপি নুরুল হক নূরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।