৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে

রাজনীতি, 1 November 2025, 41 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনেও চলছে সারাদেশের মতন ভোটের আমেজ। বিশেষ করে বিএনপি’র একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় ওই আমেজে ভিন্নমাত্রা যোগ করেছে। বিএনপির ৬ জন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে জোট বাঁধার বিষয়টি যেন এতে পূর্ণমাত্রা পেয়েছে।
এই যখন অবস্থা তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সালাম করার কথা জানালেন, কবির আহমেদ ভূঁইয়া। জেলা বিএনপি’র এ সদস্য ও ব্যবসায়ী কবির আহমেদ স্পষ্ট করে বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের মাঝে কোনো ভেদাভেদ দেখতে চাই না।
মঙ্গলবার ২৮ অক্টোবর আখাউড়া খড়মপুর মাজার শরীফ প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি মুশফিকুর রহমানের স্যারের পায়ে ধরে সালাম করেছি। আমার ইজ্জত বাড়া ছাড়া কমবে না। আমাকে জায়গা দিলে দিবে, না দিলে নাই।
তিনি বলেন, আমি চাই আমি সবাইকে নিয়ে কাজ করবো। আমি সবার ঘরে ঘরে যাবো। সবার দরজায় যাবো, কোনো অসুবিধা নাই। আপনারাও কোনো বিষয়ে প্রোপাগান্ডা করবেন না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, কাউকে কোনো উসকানিমূলক কথা বলবেন না। এ আসনে চার লাখ সাড়ে ১৭ হাজার ভোটার আছে। তারা এখানকার নাগরিক। সবাই তো আর বিএনপি করে না। কেউ তো অন্য দলও করে। যে এমপি হবেন সেই হবে সবার এমপি।