ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চিনাইরে এ ঘটনা ঘটে। প্রেমিকের সঙ্গে তর্কাতর্কির পর এ ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন।
ওই শিক্ষার্থী হলো, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামের আবুল কালামের মেয়ে ইশা মনি (১৪)। সে চিনাইর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, সুলতানপুর এলাকার এক যুবকের সঙ্গে ওই স্কুল ছাত্রীর প্রেম ছিলো। শনিবার সকালে চিনাইর এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি চলে যায়। মেয়েটি তখন ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।