প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনা যুবক 

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2025, 47 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : প্রেমের টানে চীন থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। নাসিরনগর উপজেলার বাসিন্দা প্রেমিকার সঙ্গে রবিবার ২ নভেম্বর তার বিয়ে হওয়ার কথা রয়েছে।
চীন দেশের যুবকটি ওয়াং তাও হোয়ানান প্রদেশের বাসিন্দা। নাসিরনগরের ওই তরুণি হলেন- উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনা পাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। ৩১ অক্টোবর চীনা যুবক বাংলাদেশে আসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে দেখতে অনেকে সুরমাদের বাড়িতে আসছেন।
পুলিশ ও পরিবারের দাবি, দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামে একটি অ্যাপস এর মাধ্যমে তাদের পরিচয় হয়। এর পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে একমত হলে বাংলাদেশে আসেন এই চীনা যুবক।
সুরমার মা নুরেনা জানান, তার মেয়েকে ভালোবেসে চীনা যুবক চলে এসেছে। মেয়েকে বিয়ে করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রবিবার আদালতের মাধ্যমে তাদের বিয়ে পড়ানো হবে।