ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 2 December 2025, 31 বার পড়া হয়েছে,

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া : বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের কাজের তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে একটি অভিযান পরিচালনা করে ভোক্তাদের অধিকার ও স্বার্থ বিরোধী বিভিন্ন আলামত ধরা পড়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫০০০/ (পনেরো হাজার টাকা) জরিমানা ধার্য করে তা আদায় করেছে। তদারকির অংশ হিসেবে তারা জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে মঙ্গলবার (২রা ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত করেন। অভিযানে চলাকালে বাজারে একটি ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ঐ ফার্মেসিকে ৫,০০০ হাজার টাকা এবং তৃষা বেকারি নামক একটি বেকারিটিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের আলামত পাওয়ায় এই অপরাধে বেকারীটিকে ১০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তা আদায় করে। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আমাদের নিয়মিত তদারকির অংশ হিসেবে এই দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও জনস্বার্থ বিরোধী আলামত ধরা পড়ায় তাদেরকে জরিমানা করে ভবিষ্যতের জন্য আরও অধিকতর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।