ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে নাশকতার মামলা

ব্রাহ্মণবাড়িয়া, 20 June 2022, 233 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন এর মুক্তির দাবিতে ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মহিউদ্দিন এর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৫/৬ জনকে। সদর মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন রবিবার রাত ১২টায় এ মামলা করেন। মামলায় নামীয় আসামিদের অন্যতম হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মহিউদ্দিন।
আসামিরা মনির হোসেনের হাজিরার সময় ১৮ জুন দুপুর ২টায় আদালতপাড়ার সামনে তার মুক্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে লাঠিসোঁটা, রড, ককটেল, ইটপাটকেল নিয়ে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।