চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

ব্রাহ্মণবাড়িয়া, 7 January 2022, 361 বার পড়া হয়েছে,

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন সহকারী ট্রেনচালক তৌহিদুল মুরসালিন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া-সিলেট সেকশনের মনতলা স্টেশনের আউটারে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

আহত তৌহিদুল মুরসালিন আখাউড়া লোকোশেডের একজন সহকারী ট্রেনচালক।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় সিলেট থেকে ৯৫২নং তেলবাহী ট্রেন নিয়ে আখাউড়া আসছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মনতলা স্টেশনের আউটারে পৌঁছানোর পর হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি ঢিল পড়ে। এ সময় একটি পাথরের আঘাতে ইঞ্জিনের কাচ ভেঙে মাথায় লাগে। এতে আমার কপালের এক পাশ ফেটে রক্তাক্ত হয়। পরে মনতলা স্টেশনে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিই। রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক দুটি সেলাই দেন।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে কে বা কারা পাথর ছুড়েছে দেখতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, কারা এবং কেন ট্রেনে পাথর ছুড়ল, তার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। তার পরও এসব ঘটনা ঠেকানো যাচ্ছে না। আমাদের আরও সচেতন হতে হবে।